“ডাক্তার জুয়েল হাসান” সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন সন্তান। তিনি একজন চিকিৎসক, সমাজ সেবক ও মানবতা কল্যাণময়ী ব্যক্তিত্ব। “ডাক্তার জুয়েল হাসান”. ব্যবস্থাপনা পরিচালক, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়বেটিস সেন্টার, জামালপুর নতুন বাজার, কালিগন্জ, গাজীপুর, এ দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। তিনি একজন সাদা মনের মানুষ, মানব সেবায় নিজকে সার্বক্ষণিক নিয়োজিত রাখেন। তিনি বিভিন্ন সময়ে অসহায় রোগীদের পাশে দাঁড়ান এবং গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকেন । তার সংস্পর্শে এসে অনেক অসহায় ও গরিব মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে, হাসিমুখে তাদের স্বাভাবিক জীবন যাপন করছেন। তিনি সার্বক্ষণিক বস্তু নিষ্ঠার সাথে তার আলোচনা ফুটিয়ে তোলেন অন্য অতিথিদের মাঝে। তার প্রতিটি কথা শ্রুতি মধুর ও বাস্তবমুখী। তিনিই “ডাক্তার জুয়েল হাসান” যোগ দিয়েছে আমাদের রাহবার পরিবারের একজন সম্মানিত উপদেষ্ঠা হিসাবে। আমরা তাকে পেয়ে আনন্দিত ও গর্ববোধ করছি। রাহবার পরিবারের পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি।