দীর্ঘ ১০ বছর পর ইবনে সিনা ট্রাস্ট এর স্বপ্নদ্রষ্টা ও কর্ণধার, জনাব এ. এন. আবদুজ জাহেরের ধানমন্ডি ইবনে সিনা হাসপাতলে আগমন। তার আগমনে ইবনে সিনা হাসপাতলে এক আনন্দময় পরিবেশ তৈরি হয় এবং তাকে সবাই গ্রহণ করে নেওয়ার জন্য প্রিয় মানুষগুলো অপেক্ষা করতে থাকেন। জনাব এ. এন. আবদুজ জাহের তিনি স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের বাহিরে অবস্থান করেন। জনাব এ. এন. আবদুজ জাহের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠার লগ্নে অন্যতম ৬ জন সদস্যের একজন ছিলেন। তাকে রিসিভ করেন ইবনেসিনা হাসপাতালের ই.ডি . ইবনে সিনা ট্রাস্ট. জনাব মোঃ ফয়েজ উল্ল্যাহ । এ সময় আরো যারা উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালে ডাইরেক্টর এডমিন জনাব আনিসুজ্জামান ।
অনন্যদের মধ্যেই উপস্থিত ছিলেন এ.জি.এম.জনাব খোরশেদ আলম। একাউন্টস ম্যানেজার.ইদ্রিস ফারুকী।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর বেলায়েত হোসেন কাজল। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মেসি. জনাব রবিউল ইসলাম । আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর নিকট সুস্থতা ও তার নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন। এ সময় হাসপালে উপস্থিত সবায় জনাব এ. এন. আবদুজ জাহের স্যার এর জন্য সুস্থতা ও তার নেক হায়াতের জন্য দোয়া করেন । বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর নিকট সুস্থতা ও তার নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।