গাজায় চলমান চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইতিবাচত ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল।
রবিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসে ইসরায়েলের মন্ত্রিসভা। সভায় যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ চুক্তির শর্তপূরণ সাপেক্ষে এর মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল সরকার। হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।
অন্যদিকে ইসরায়েলের সঙ্গে চলমান চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় বলে জানিয়েছে হামাস।
রবিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, তারা চার দিনের মেয়াদ শেষ হওয়ার পরে যুদ্ধবিরতি বাড়াতে চায়, এক্ষেত্রে আরও বেশি সংখ্যায় জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে।
এ যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী কাতারও জানিয়েছে, তারাও যুদ্ধবিরতি বাড়ানোর আশা করছে, যার মধ্যে রয়েছে প্রতি দশটি জিম্মি মুক্ত করার বিনিময়ে অতিরিক্ত এক দিন বাড়ানো হতে পারে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি শনিবার সিএনএনকে বলেন, আমরা যা আশা করছি চার দিনের এই চুক্তির পরেও যুদ্ধবিরতি বাড়ানোর হতে পারে এবং সেইজন্য বাকি জিম্মিদের বিষয়ে আলোচনা করব।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রবিবার যুদ্ধবিরতি বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে বলেছেন, তার প্রশাসন চার দিনের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য কাজ করছে।
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা একটি বার্তায় তিনি বলেন, ‘আগামীকাল শেষ হওয়া এই যুদ্ধবিরতি বজায় রাখাই আমাদের লক্ষ্য- যাতে আমরা আরও বেশি জিম্মি বেরিয়ে আসতে দেখতে পারি এবং প্রয়োজনে আরও মানবিক ত্রাণ দিতে পারি।’
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও তিনি এ কথা জানিয়েছেন। তবে অতিরিক্ত ১০ জন বন্দিকে মুক্তি দিলে তার বিনিময়ে গাজায় আরও এক দিন যুদ্ধবিরতি দেয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।
গাজায় সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দি। শুক্রবার যুদ্ধে বিরতি শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরায়েল ১১৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং ৫৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।
উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী মোট ৫০ জন ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। সূত্র: আলজাজিরা, সিএনএন