1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

৪২ বাংলাদেশিকে কানাডা যেতে বাধা, যা বললেন মন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

সম্প্রতি ভূয়া কাগজপত্র দিয়ে কানাডার ভিসা নিয়ে ভ্রমণের সময় ৪২ যাত্রীকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন আটকে দেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, যারা বিমান থেকে অফলোড হয়েছে, তারা ফেইস ডকুমেন্টস দিয়ে ভিসা নিয়েছিলো। আমার মন্ত্রণালয় ফেইক ডকুমেন্টস দিয়ে ভিসা নিতে বলেনি। তারা বিভিন্ন ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভিসা নিয়েছে, এক্ষেত্রে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায় নেই। তিনি বলেন, যারা এমনটা করেছে, তাদের শাস্তি হবে। আর যারা বৈধ কাগজপত্রে যাচ্ছেন তাদের উপর এর কোনো প্রভাব পড়বে না।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি আনফরের ভাঙা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটা সময় ওমানে ট্রাভেল এজেন্টদের মাধ্যমে প্রচুর লোকজন প্রবাসী হয়েছেন। তারা ভিজিট ভিসায় গিয়ে তা পরিববর্তন করে কাজের ভিসা করেছেন। তা বেহিসেবি হওয়ার কারণে ওমান সরকার ভিসা বন্ধ করে দিয়েছে। বিষয়টি রিভিউ করছে তারা।

মন্ত্রী আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। বাণিজ্যিক প্রসার ঘটে। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পদ্মা সেতু। ঠিক এমনিভাবে বিছানাকান্দি এলাকায় এ সেতু বাস্তবায়ন হলে পাল্টে যাবে এলাকার জীবনচিত্র।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি বাস্তবায়ন হলে সিলেটের জাফলং, বিছানাকান্দি ও সাদাপাথরের সরসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। পাশপাশি তামাবিল স্থলবন্দর ও ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের সাথে যোগাযোগ দূরত্ব কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD