ইসলামী সমাজ জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে — ঢাকাস্থ্য কুষ্টিয়া বাসীদের মতবিনিময় অনুষ্ঠানে:- মোঃ মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মোবারক হোসাইন বলেন, দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে ইসলামই একমাত্র পথ। তিনি আরও বলেন, ইসলাম ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ইসলামী সমাজ গঠনের মহান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
রাজধানী ঢাকার শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কুষ্টিয়াবাসী ও কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আলোচনায় ,জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা কুষ্টিয়া অঞ্চলে বেশ কয়েকটি সংসদীয় আসনে জয়লাভ করব ইনশাআল্লাহ।”
জনাব মোঃ মোবারক হোসাইন আরো বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। কুষ্টিয়ার মাটিতে ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের নতুন ধারা প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপস্থিত সবাই তাঁর আহ্বানে উজ্জীবিত হয়ে বিজয়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকাস্থ্য কুষ্টিয়া বাসীদের নিয়ে মতবিনিময় ও প্রীতি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত , মত বিনিময় অনুষ্ঠানে ডঃ খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে ও এডভোকেট মোঃ রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাশেম আবুল হাশেম , জেলা আমীর , কুষ্টিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে – জনাব অধ্যাপক আবুল হাসান বলেন , আমরা কুষ্টিয়ার বেশিরভাগ আসলেই বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।
কুষ্টিয়া জেলার সংসদীয় আসনের – সংসদ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন,
কুষ্টিয়া ১ আসন , জনাব মোঃ বেলাল উদ্দিন ,
কুষ্টিয়া ২ জনাব মোঃ আব্দুল হাসেম,
কুষ্টিয়া- ৩ , জনাব মুফতি আমির হামজা।
কুষ্টিয়া ৪ জনাব মোঃ আফজাল হোসাইন সহ ঢাকাস্থ্য জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ