ডাকসু নির্বাচনে – সকল বিজয়ীদের সুস্বাগতম, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি:- সম্পাদক, দৈনিক রাহবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সর্বদা জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ বছরের নির্বাচনে বিজয়ী সকল শিক্ষার্থী নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক রাহবার-এর সম্পাদক। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন— “ডাকসু নির্বাচনে বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আল্লাহ তাদের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত ও দেশসেবার তৌফিক দান করুন।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত নেতৃত্ব ক্যাম্পাসের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠায় আন্তরিক প্রচেষ্টা চালাবে। সম্পাদক আরও বলেন, ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয়, বরং এটি জাতীয় নেতৃত্বের এক অনন্য প্রশিক্ষণ ক্ষেত্র। এখান থেকে উঠে আসা নেতৃত্ব ভবিষ্যতে দেশ ও জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে—এই প্রত্যাশাই জনগণের।
দৈনিক রাহবার পরিবার বিশ্বাস করে, ন্যায়নিষ্ঠ, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব গড়ে উঠলে কেবল ক্যাম্পাস নয়, গোটা জাতিই উপকৃত হবে। তাই সম্পাদক নির্বাচিত সকল প্রতিনিধিকে জনগণের আস্থা রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।