দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণময় সমাজ উপহার দিতে চাই:- আলি আহমেদ মজুমদার
আল্লাহর দীন প্রতিষ্ঠা এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে দৃঢ় কণ্ঠে আলি আহমেদ মজুমদার ঘোষণা করেছেন—“আমি দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণময় সমাজ উপহার দিতে চাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিমের আয়োজনে ও থানা আমীর মোঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের জামাত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নন্দিত জননেতা নেতা ও মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার” বলেন, ইসলামই একমাত্র জীবনব্যবস্থা যা মানুষকে প্রকৃত কল্যাণ, ন্যায়বিচার এবং সমতার নিশ্চয়তা দিতে পারে। আজ সমাজে দুর্নীতি, অবিচার, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতা মানুষের অধিকারকে ছিনিয়ে নিচ্ছে, দুর্বল শ্রেণিকে আরও অবহেলিত করছে। অথচ ইসলামী সমাজব্যবস্থায় এসবের কোনো স্থান নেই। সেখানে শাসক থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার জন্য একই আইন, একই ন্যায়বিচার কার্যকর হয়। মোহাম্মদপুর টানা পশ্চিমের আয়োজনে উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ মজলিসে সূরা সদস্য সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ
আলি আহমেদ মজুমদার বলেন, দুর্নীতি নির্মূল ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন আল্লাহভীতি, নৈতিকতা ও জবাবদিহিতা। তিনি দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেন যে, তিনি জনগণের সেবাকে ইবাদত মনে করেন এবং সব ধরনের চাঁদাবাজি, অন্যায় ও বৈষম্য থেকে মুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। তার অঙ্গীকার হলো—কোনো মানুষ অভুক্ত থাকবে না, কোনো দরিদ্র বঞ্চিত হবে না, এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।
তিনি আহ্বান জানান, আসুন আমরা সকলে একসাথে এগিয়ে আসি, ইসলামের আলোকে দুর্নীতি ও অন্যায়কে বিদায় জানাই এবং একটি কল্যাণময় সমাজ বিনির্মাণ করি, যেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।