২৩ জুন রোববার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ঈদপূণর্মিলনী অনুষ্ঠিত হয়। ফেডারেশনের বুড়িচং সদর ইউনিয়ন সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়ধুশিয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ অহিদুর রহমান। ফেডারেশনের বুড়িচং সদর ইউনিয়ন সেক্রেটারি কৃষিবিদ মোঃ আল আমিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার মোঃ ফয়েজ আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল ইসলাম, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম প্রমুখ।