1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

হরতালবিরোধী মিছিল নিয়ে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

কুমিল্লায় হরতালবিরোধী মিছিল নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন। তিনি কুমিল্লা মহানগরীর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রবিবার সকালে অসুস্থ অবস্থায় তাকে নগরীর মুন হসপিটালে নিয়ে যাওয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম।

জানা যায়, দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে কুমিল্লায় শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। শান্তি সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে রবিবার সকালে কাপ্তান বাজার এলাকা থেকে নেতাকর্মী সহকারে মিছিল নিয়ে কান্দিরপাড়ে আসেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন। একটু পরেই বুকের ব্যাথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তি সমাবেশের প্রধান অতিথি সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের  সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তার বক্তব্য রাখাকালে বিল্লাল হোসেনের মৃত্যুর বিষয়টি নেতাকর্মীদের জানান। তিনি বিলাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সবাইকে জানাযায় অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD