গতকাল রোববার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী কৃষক আনোয়ার হোসেন হত্যার প্রতিবাদ এবং যথাযথ ক্ষতিপূরণের দাবীতে আজ সোমবার বিকালে এক মানব বন্ধন মরহুমের গ্রামের বাড়ি বুড়িচংয়ের মিরপুরে অনুষ্ঠিত হয়। মাওলানা মোঃ খলিলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী মোঃ আমির হামজা মাসুম ও রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান। এ সময় এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে এ জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সরকারের কাছে এর উপযুক্ত বিচার দাবী করেন।