1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

শির্ক বিদআত মুক্ত সমাজ গঠনে দাওয়াতী কাজের বিকল্প নেই।

এম এ কাইয়ুম, জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

শির্ক ও বিদআত মুক্ত নির্ভেজাল তাওহীদি একমাত্র সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদিস কুমিল্লা জেলা শাখার উদ্যেগে ৮ ডিসেম্বর কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকার জামে মসজিদ সমূহে সংগঠন এর শাইখ , বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, আরবি শিক্ষক ও মিডিয়া ব্যক্তিদের কে নিয়ে জুমা খুতবার মাধ্যমে সকল মুসল্লী দের নিকট দাওয়াতী কাজ করে থাকেন।একটি আর্দশ সমাজ বিনির্মানে সহী আকিদার দাওয়াত ও সংগঠন এর গুরুত্ব বিষয় এ অবহিত করা হয়।

যেসকল শায়েখ গন দাওয়াতী কাজে অংশ গ্রহণ করেন তারা হলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর কুমিল্লা জেলা শাখার সম্মানিত সভাপতি শাইখ শফিকুর রহমান সরকার – গৌরসার কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতি হাফেজ আবদুর রহমান – নবীয়াবাদ আলমের বাড়ী জামে মসজিদ, সহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান – বারুর পূর্ব দক্ষিণ আমির সরকার জামে মসজিদ, সাধারণ সম্পাদক শাইখ অলিউর রহমান চৌধুরী – দেবিদ্বার সদর বায়তুল আকসা জামে মসজিদ, সহ সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন – ছোটনা দারোগা বাড়ি জামে মসজিদ, সদস্য ওমিডিয়া ব্যক্তি ক্বারী মাওলানা মেহেদী হাসান – গৌর সার বেপারী বাড়ি জামে মসজিদ, শুব্বানের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সবুর খান – ফুলতুলি ভূইয়া বাড়ি জামে মসজিদ, কোষাধ্যক্ষ শাইখ সাইদুর রহমান – বাতাপুকুরিয়া জামে মসজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাইখ হাবিবুর রহমান – তুলাগাঁও নোয়াপাড়া জামে মসজিদ,

প্রচার সম্পাদক সাখাওয়াত উল্লাহ – তুলাগাঁও কেন্দ্রীয় মসজিদ,তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম – বেলানগর মোল্লা বাড়ি জামে মসজিদ, সদস্য কামাল উদ্দিন – বারুর বাড়াম বাড়ি জামে মসজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবদুস মুহরী ( জায়েদ) – বায়তুল আকসা জামে মসজিদ কাজিয়াতল, দাওরা হাদিস এ উর্ত্তীন বুড়িচং সালাফিয়া মাদ্রাসা আরবি শিক্ষক আলিমুদ্দিন বিনআলেক মিয়া – ভৈষরকোট কেন্দ্রীয় জামে মসজিদ, আবু ফাহমিদা ফুরকান জাহিদ – ভৈষর কোট ঈদগাহ মসজিদ, আবু রায়হান বিন বারিক মিয়া – ভৈষর কোট জিন্নত আলী মসজিদ, খায়রুল বাশার সালাফি – ভৈষর কোট ছনাগাজী মসজিদ, মিজানুর রহমান বিন জয়নুল আবেদীন – এলাহাবাদ হাজী বাড়ি জামে মসজিদ, আবদুল্লাহ বিন রেজাউল করিম – এলাহাবাদ মাদ্রাসা মসজিদ, রুবেল আলী বিন কিসমত আলী – চান্দঁ পুর পূর্ব পাড়া জামে মসজিদ, নুরুল ইসলাম বিন মুসলিম উদ্দিন – চান্দঁপুর পশ্চিম পাড়া জামে মসজিদ।

উক্ত দাওয়াতী কার্যক্রম সার্বিক তদারকি করে শুব্বানের জেলা সভাপতি প্রভাষক আতিক চৌধুরী। সকল দাওয়াত এর মধ্যে ৯ ডিসেম্বর তুলাগাঁও আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত্ব ইসলামি মহাসমাবেশের উপস্থিত হয়ে সমাবেশ কে সাফল্য মন্ডিত করার জন্য সকল কে অবহিত করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD