বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বুড়িচং উপজেলা পূর্ব ইলাকার সাধারণ সম্পাদক গাজী মোসলেম উদ্দিন পুলিশ এর সভাপতিত্বে ২৪ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব বুড়িচং পশ্চিম পাড়া জামে মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।৷ শুব্বানের জেলা সভাপতি প্রভাষক আতিক চৌধুরী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমঈয়তে এর সেক্রেটারি শাইখ অলিউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমঈয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা সমাজ কল্যান সম্পাদক জগতপুর কেন্দ্রীয় ঈদগাহ সেক্রেটারি আলহাজ্ব আবদুর রব মেম্বার, সালাফিয়া মাদ্রাসা জগৎ পুর এর প্রিন্সিপাল শাইখ খালেদ মাহমুদ, বুড়িচং এলাকা কমিটি সহ সেক্রেটারি ও স্হানীয় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসিন এর সার্বিক তদারকি সভায় আর-ও গন্য মান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সফিল উদ্দিন, সেক্রেটারি তফাজ্জল হোসেন, সেনাবাহিনী (অবঃ) আবুল হাশেম, মুসল্লিদের মাঝে ফয়েজমাস্টার, ফারক মাস্টার,গাজী সিদ্দিকুর রহমান, বিল্লালহোসেন, পূর্ব এলাকার শুব্বান বিষয়ক সম্পাদক মাস্টার ইমরুল মোল্লা, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, বুড়িচং এর শুব্বানের
জেলা সহ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, প্রমুখ। প্রধান অতিথি তাহার বক্তৃতায় বলেন ১৯ ৪৬ সালে আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কোরাইশী ( রাঃ মাঃ) দ্বারা গঠিত বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস সারা দেশে শির্ক ও বিদআত মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে আজকে বাংলার প্রতিটি আহলে সমাজের অবক্ষয়ের রুদ কল্পে এক সাথে বিছিন্ন বিক্ষিপ্ত না হয়ে সমাজে প্রতি টি রন্ধ্রে রন্ধ্রে কাজ কে আঞ্জাম দেওয়া জন্য আগ্রনি ভুমিকা পালন করছে। আসুন আমরা একে অপরের বিরোধিতা না করে সমাজ সংস্করণ ভূমিকা পালন করি