সিলেট টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ওয়ানডে মেজাজে। সেখান থেকে বেরিয়ে এবার শান্ত পুরোপুরি টেস্ট মেজাজেই লড়ছেন কিউই বোলারদের। তৃতীয় দিনের সকালে নিউজিল্যান্ডের দেওয়া ৭ রানের লিড পেছনে ফেলে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় লিড নেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।
তবে দুজনেই লম্বা করতে ব্যর্থ হন ইনিংস। জাকির ১৭ আর জয় ফিরেন ৮ রান করে। দুই ওপেনারের বিদায়ের পর শান্ত আর মুমিনুল হকের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
৯৫ বলে শান্ত তূলে নেন অর্ধশতক, মুমিনুলও ছিলেন সেই পথে। তবে ভুল বোঝাবুঝিতে মুমিনুলকে ফিরতে হয় ৯০ রানের জুটি গড়ে। মুমিনুলের ব্যাটে আসে ৬৮ বলে ৪টি চারে ৪০ রান।
তবে নেতা শান্ত তার সঠিক কক্ষপথেই আছেন বলা যায়। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে আরেকটা জুটির আভাস দিয়ে চলেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ লিড নিয়েছে ১৩৫ রানের। শান্ত অপরাজিত আছেন ৫৮ রানে, মুশফিক আছেন ১৯ রানে।
এর আগে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ। জবাবে ৩১৭ রান তুলে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।