রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, সকাল ৯টা ৩৫ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকা ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এই ভূমিকম্পটি মাটির ৩৮.৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ৫৫ কিলোমিটার গভীরে ছিল এবং এর মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিচিউট।