মোহাম্মদ শাহপরান এর দৈনিক রাহবার পরিবারে যোগদান………..
মোহাম্মদ শাহপরান। কুমিল্লা জেলার, বি-পাড়া, চান্দলা গ্রামের, মোহাম্মদ আলী আকবর এর সন্তান। তিনি গত ২৮.০৫.২০২৫ ইং তারিখে আমাদের দৈনিক রাহবার পরিবারের একজন সম্মানিত সদস্য হিসাবে যোগদান করেন। তিনি রাহবার পরিবারের প্রতি আন্তরিক ভাবে দৃষ্টি রাখবেন বলে আমরা আশা করি। আমরা রাহবার পরিবার তার সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। মহান আল্লাহ তা‘আলা আমাদেরকে. দেশ ও মানবতার কল্যানে কাজ করার জন্য আমাদের সহায়ক হউন, আমিন ।