1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

মোহাম্মদ পুর বসিলায় সীরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত।

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

 ঢাকা মোহাম্মদ পুর বসিলায়, গার্ডেন সিটি ওয়ার্ড এর আয়োজনে সীরাতুন্নবী সা: মাহফিল ২৪ অনুষ্ঠিত। 

গতকাল  ২৮ শে  সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর, মোহাম্মদপুর থানা পশ্চিম, বসিলা গার্ডেন সিটি ওয়ার্ড এর আয়োজনে ” সীরাতুন্নবী সা: ” মাহফিল ২৪ অনুষ্ঠিত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সেক্রেটারী, ঢাকা মহানগর উত্তরের । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার শফিউর রহমান, সূরা সদস্য, ঢাকা মহানগর উত্তর ও আমির , মোহাম্মদপুর থানা পশ্চিম। অতিথিবৃন্দ গত স্বৈরশাসকের বিভিন্ন অত্যাচারণ নির্যাতনের স্মৃতি তুলে ধরে বলেন , গত স্বৈরশাসক সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপর বিশ্বের এক নজির বিহীন অত্যাচার নির্যাতন ও জুলুম চালিয়েছিলেন । যা ইতিহাসে এক কলঙ্ক অধ্যায় থাকবে। বিশেষ করে বিশ্ব বিশ্ববরেণ্য আলেম, শহীদ হযরতুল আল্লামা মাওলানা ” দেলাওয়ার হোসাইন সাঈদী ” ওনার স্মৃতিচারণ করতে গিয়ে এক হৃদয়বিদারক ও কান্না কন্ঠ জড়িত মাহফিলে পরিণত হয়। আরো বলেন আমরা এই হত্যাও নির্যাতনের প্রতিশোধ আল্লাহর এই জমিনে , মহান আল্লাহতালার * আল কুরআনের রাজ * প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেয়া হবে। মাহফিলে  আলোচনার  মাঝে মাঝে আকর্ষণীয় নাতে রাসুল সা: পরিবেশন করা হয়ে থাকে।

মাহফিলে আরো আলোচনা করেন, মোহাম্মদপুর থানা পশ্চিমের নায়েবে আমির জনাব মেহেদী হাসান ও সেক্রেটারি  জনাব মোঃ মাসুদুজ্জামান।
সীরাতুন্নবী সা: মাহফিল ২৪” এডভোকেট মোহাম্মদ তৈয়্যেবুর রহমান, বসিলা গার্ডেন সিটি ওয়ার্ড সভাপতির সঞ্চালনায় ও বসিলা অঞ্চল পরিচালক, মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ ও বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনা করে মাহফিলে কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন ‌ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD