মোহাম্মদপুর পশ্চিম থানা বসিলা পশ্চিম ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াত ইসলামী. ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদপুর থানা পশ্চিম. বসিলা পশ্চিম ওয়ার্ডের আয়োজনে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ডঃ মাওলানা হাবিবুর রহমান। তিনি বর্তমান এবং অতীতের বেশ কিছু স্বৈরাচারের দিক উল্লেখ করে বলেন এই জুলুম নির্যাতন থেকে আমাদেরকে বাঁচতে হলে আগামী প্রজন্মকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে সবাইকে আহবান করতে হবে। চাঁদাবাজ মুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির মোঃ মাসুদুজ্জামান, ওয়ার্ড সভাপতি মুহতাসিম বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি শোয়াইব এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক ইবাদত হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ