1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

মোহাম্মদপুর কৃষি মার্কেট তাহেরিয়া জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা….

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত

তাহেরিয়া জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা।

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন, সূচনা কমিউনিটি সেন্টারের পাশে – কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

গত ১২/০৩/২০২৫ ইং তারিখে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার তাহরিয়া জামে মসজিদের- পূবের্র কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তাহেরিয়া জামে মসজিদের  নতুন পরিচালনা কমিটিকে, ১২/০৩/২০২৫ ইং তারিখ থেকে কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদের সকল কার্যক্রম পরিচালনার  জন্য অনুমোদন প্রকাশ করেন। অনুমোদন পত্রে স্বাক্ষর করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, মোঃ মামুন- উল- হাসান।
প্রস্তাবিত মসজিদ পরিচালনা কমিটিতে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাদের নাম নিম্নে দেওয়া হল…..

১। মোস্তাক আহমদ মাহবুব – সভাপতি,   ২।হাজী মোহাম্মদ নজরুল ইসলাম – সিনিয়র. সহ সভাপতি,  ৩। হাজী মোহাম্মদ জামাল খান- সহ-সভাপতি,  ৪। হাজী মোহাম্মদ ইউসুফ সহ-সভাপতি,   ৫। হাজী মোহাম্মদ  আলমগীর হোসেন জলিল- সাধারণ সম্পাদক , ৬। হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া-যুগ্ম- সম্পাদক,  ৭।  আশিকুর রহমান ভূঁইয়া- কোষাধক্ষ্য,  ৮। বাবুল বাদশা সিকদার – প্রচার সম্পাদক,  ৯।  আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন – সদস্য,  ১০।  হাজী মোহাম্মদ ওয়াহিদুর রহমান- সদস্য,  ১১।  নাসির আহমেদ – সদস্য,  ১২।  মোঃ শামস উদ্দিন মিয়া- সদস্য,  ১৩।  হাজী মোহাম্মদ কবিরুল হাসান (লিটন) -সদস্য ১৪। মোঃ কুতুবুল আলম-  সদস্য, ১৫।  হাজী মো.মাওলানা গোলাম মোস্তফা- সদস্য, ১৬।  মোঃ আবুল কালাম বাবুল- সদস্য , ১৭। মুহাম্মদ গোলাম মোস্তফা- সদস্য, ১৮।  মোঃ মমিনুল ইসলাম – সদস্য, ১৯।  মোঃ সাদ্দাম হোসেন, ছাত্র – সদস্য, ২০।  মোঃ মারুফ বিল্লাহ, ছাত্র- সদস্য,  ২১।  ইজাজ আহমেদ – সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD