মোহাম্মদপুরে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ১৩ মার্চ ২০২৫: বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব মোঃ মোবারক হোসেন।
মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর জনাব মোঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জনাব মোঃ রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য জনাব ডা. শফিউর রহমান, জনাব আব্দুল ওয়াজেদ কিরন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব ইবাদত হোসেন, জনাব নূরে আলম সিদ্দিকী, জনাব রুহুল আমিন, জনাব আবুল কালাম আজাদ, জনাব সাইফুর রহমান, জনাব আলী আহমেদ মজুমদার, মুফতি মারুফ বিল্লাহ, জনাব তাইয়্যেবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেন এবং ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটি সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে থাকবে না কোন বৈষম্য, কোন প্রতিহিংসা। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
তিনি বলেন, এদেশে কোরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হতে পারে। সমাজের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।প্রধান অতিথি উপস্থিত সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন। সবাই মিলে একসাথে সমাজের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আহবান করেন