মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে দারুল ইসলাম মডেল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
আজ ১৬-ই ডিসেম্বর (মঙ্গলবার) সিরাজগঞ্জ জেলা সদরের শহর সংলগ্ন কাজিপুর মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “দারুল ইসলাম মডেল মাদ্রাসা” মহান বিজয় দিবস উপলক্ষে দারুল ইসলাম মডেল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রম এই অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং সকল আহত ও গাজীদের জন্য দোয়া করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মো আলী আজগর, ভাইস প্রিন্সিপাল মাওলানা মো মুফতি আব্দুল জব্বার, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারী মো নজরুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। ব্যতিক্রম এই আয়োজনটি ইসলামী রীতিনীতি ও আদর্শ এবং ইসলামী শরীয়াহ মোতাবেক অনুষ্ঠিত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আল্লাহ তাআলা দেশ ও দেশের মানুষ এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করে আলোচনা, দোয়া ও মোনাজাতের আয়োজন সমাপ্তি করা হয়।