কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ এই চারটি ইউনিয়ন নিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবিতে ১৬ নভেম্বর রোজ শনিবার ময়নামতি সাহেবের বাজার জামে মসজিদের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ময়নামতি উপজেলা বাস্তবায়নের জন্য একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক মুক্তি যোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম ও সদস্য সচিব বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিশেষ প্রতিনিধি ও ল’ ডেস্ক ইনচার্জ এডভোকেট দিদারুল আলম দিদার। যুগ্ম আহবায়ক ময়নামতি মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ আব্দুল মবিন খান, মাওলানা মোঃ মফিজুল ইসলাম, অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, মোঃ জিল্লুর রহমান ও সাংবাদিক সাখাওয়াত হাফিজ, যুগ্ম সদস্য সচিব মাওলানা মোঃ আবদুল আউয়াল, মোঃ আলা উদ্দিন, অধ্যাপক মোঃ মনিরুল হক, সাংবাদিক মোঃ আবু মুছা ও মোঃ বিল্লাল হোসাইন।
যুগ্ম সদস্য সচিব মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় এবং অধ্যাপক মনিরুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব এডভোকেট দিদারুল আলম দিদার।
এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মবিন খান, মাওলানা মোঃ মফিজুল ইসলাম, অধ্যাপক মোঃ হুমায়ুন কবির , সাংবাদিক সাখাওয়াত হাফিজ এবং যুগ্ম সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল আউয়াল, সাংবাদিক মোঃ আবু মুসা, মোঃ বিল্লাল হোসাইন এবং প্রিন্সিপাল মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানের শৃঙ্খলা বজায়
রাখতে বিএনসিসি ক্যাডেট দিয়ে সহযোগিতা করেন যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মোঃ মনিরুল হক।
জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্য এবং ভৌগলিক অবস্থান, জনসংখ্যা, ভোটার সংখ্যা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, ঐতিহাসিক পটভূমি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সার্বিক বিষয় বিবেচনা করে ময়নামতি, মোকাম, ভারেল্লা ও ভারেল্লা দক্ষিণ এই চারটি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে উল্লেখ্য করেন বক্তারা।