1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

টানা তিন ম্যাচে জয় ভারতের। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে খেই হারিয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারত এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা।

সেমিফাইনালে বাংলাদেশ খেলতে পারবে কি না, সেটা অনেকটাই নির্ভর করলে ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে। আজ রোহিত শর্মাদের কাছে হেরে গেলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেক কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের ৫ ম্যাচের সবগুলোই জিততে হবে টাইগারদের।

এমন সমীকারণ নিয়ে আজ ভারতের বিপক্ষে টস করতে নেমে জিতলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

বিশ্বকাপে বরাবরই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ভারত। ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ভারতকে হারিয়েছিলো টাইগাররা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে ওই একবারই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ এবং ২০১৯ – তিনবারের মুখোমুখিতে তিনবারই হেরেছে বাংলাদেশ।

এবার কী আগের তিনবারের ইতিহাস পরিবর্তন করতে পারবে বাংলাদেশ? কিন্তু ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নামতে হচ্ছে টাইগারদের। কারণ, ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি ফিট হতে পারেননি সাকিব। সাকিবের পরিবর্তে খেলবেন নাসুম আহমেদ এবং পেসান তাসকিনের পরিবর্তে খেলবেন আজ হাসান মাহমুদ।

তার পরিবর্তে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহকারী-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে শান্ত বলেন, ‘উইকেট অনেক ভালো মনে হচ্ছে। ব্যাটিং বান্ধব। পরিবেশও খুব ভালো। আশা করি স্কোরবোর্ডে ভালো একটা স্কোর তুলতে পারবো।’

ভারত যেভাবেই হোক চেয়েছিলো প্রথমে বোলিং করতে। শেষ পর্যন্ত রোহিত শর্মার আশাই পূরণ হলো। তিনি জানিয়েছেন, তার দলের বোলাররা প্রথমে বল করতে পারলে ভালো করবে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD