বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২৪ ও ২৫শে এপ্রিল দেশ ও জনগনের মঙ্গল কামনায়, মহান আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা আদায়ের জন্য কর্ম সুচি নিয়েছে। এতে সর্বস্তরের মুসলিম জনতা অংশগ্রহন করে কর্ম সুচি বাস্তবায়ন করারর জন্য বাংলাদেশ জামায়াতের আমীর আহবান জানিয়েছেন।