এম এ কাইয়ুম, জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা ভারেল্লা ইউনিয়ন এর মজলিশ পুর গ্রামে নুরানি, মাদ্রাসা, এতিমখানা, ইসলামি গবেষণা কেন্দ্র,কওমি মাদ্রাসা ও জামে মসজিদ সমল্বিত বায়তুল সালাম কমপ্লেক্স ভিত্তি প্রস্তর বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপক কাজী আবদুল মান্নান কাজের উদ্বোধন করেন।
আরও উপস্থিত ছিলেন এত অঞ্চলের যুবকের আইডল বিশিষ্ট কৃষি বিদ ডক্টর এ কে এম হাসান সিদ্দিকী ডালিম, পুলিশের উধ্বতনকর্মকর্তা কাজী মাহফুজ রহমান নাইম।বিশিষ্ট সাংবাদিক এম এ কাইয়ুম, সোন্দ্রম গ্রামের গোলাম আহমেদ, কাজী সোহেল, ডা আবদুল কাদের সহ অএ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।