বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানা ৩৩ নং জাপান গার্ডেন ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল ১৩ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকা মোহাম্মদপুর পশ্চিম থানার জাপান গার্ডেন ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাশাসক শেখ হাসিনা পতনের পরবর্তী সময় এ কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মু. আতাউর রহমান সরকার প্রচার ও মিডিয়া সম্পাদক। নেতৃবৃন্দ বলেন গত স্বৈরশাসক সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে এটি ইতিহাসের এক কলঙ্ক অধ্যায়। এ থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে আল কোরআনের রাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য আহ্বান করেন। বলেন সমাজের প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করা সহ অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে মুক্ত করার জন্য জাগ্রত সমাজকে তাদের ভূমিকা রাখা খুবই জরুরী। বিশেষ অতিথি ছিলেন মোঃ রবিউল ইসলাম রুবেল। উপদেষ্টা. দৈনিক রাহবার ও মোহাম্মদপুর জোন যুব পরিচালক ও পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য। আনোয়ার হোসেন, জাপান গার্ডেন ওয়ার্ড সভাপতি। হাবিবুর রহমান, জাপান গার্ডেন ওয়ার্ড সেক্রেটারি ।আরো বক্তব্য রাখেন ইন্জি. মোহাম্মদ আল মামুন, এড. গোলাম রসুল হাফিজ প্রমুখ।