চন্দনাইশে বন্য হাতির আক্রমণে ১ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটে। গতকাল ১৫ এপ্রিল সোমবার সকালে বরমা বাইনজুরি এলাকার জাকির হোসেন সও. (৬০) ও সালাউদ্দিন (৪০)নামে দুই ব্যক্তিকে আক্রমণ করে।এতে জাকির হোসেন সও. মারা যায়। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয় ।