দৈনিক রাহবার এর ‘সহ-সম্পাদক’ হিসাবে এম. এ. কাইয়ুম যোগদান করেন। রাহবার পরিবার তার প্রতিটি আন্তরিক প্রচেষ্টা ও বস্তুনিষ্ট সংবাদ বিশ্ব মানবতার কল্যানে করে থাকেন। যেখানে আছে ইসলামী সংস্কৃতি ও মানবতার মহান কল্যান। রাহবার পরিবার, – জনাব এম এ কাইয়ুম এর উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করবেন , এটাই বিশ্বাস করে। আমরা রাহবার পরিবাহ তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।