দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণ ও জন-আকাঙ্ক্ষার “নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন” জাতির প্রত্যাশা:- মোঃ মোবারক হোসাইন।
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন আজ প্রতিটি মানুষের হৃদয়ে প্রধান শিরোনাম । জনতার আকাঙ্ক্ষা এখন একটিই—একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে সত্যের বিজয় হবে, আর মানুষের ভোটাধিকার হবে সর্বোচ্চ মর্যাদার, প্রধান অতিথির বক্তব্যে ঢাকা -১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন।
মোঃ মোবারক হোসেন বলেন,নির্বাচন শুধু ক্ষমতার বিনিময় নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের পবিত্র দায়িত্ব। যখন নির্বাচন হবে স্বচ্ছ, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও দলীয় প্রভাবমুক্ত, তখনই জনগণ ফিরে পাবে হারানো আস্থা। তারা অনুভব করবে—দেশটি সত্যিই তাদের, এবং তাদের সিদ্ধান্তই গড়বে আগামী দিনের পথচলা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজধানীর “আদাবর বাজার ওয়ার্ড” এর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মোঃ মোবারক হোসাইন বলেন, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনও বিকল্প নেই। আর সেই নেতৃত্ব উঠে আসবে কেবল একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।
উঠান বৈঠকে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রশ্নের উত্তরে মোবারক হোসাইন বলেন, আজ দেশের প্রতিটি তরুণ, শ্রমিক, কৃষক, নারী—সবাই একই সুরে প্রত্যাশা জানাচ্ছে: এমন একটি নির্বাচন, যা জাতিকে বিভাজিত নয়, বরং ঐক্যবদ্ধ করবে ন্যায় ও নৈতিকতার পথে।
আদাবর বাজার ওয়ার্ড সভাপতি মোঃ নিজামুদ্দীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সী , মহানগরী মজলিসে সুরা সদস্য ও আদাবর থানা আমীর মোঃ আল-আমিন সবুজ, আবির হোসেন আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোবারক হোসাইন আবারো উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক নতুন সূচনার দুয়ারে। গোটা জাতির প্রত্যাশা—“আমরা চাই সৎ নেতৃত্ব, আমরা চাই নিরপেক্ষ নির্বাচন, আমরা চাই দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ।”