দুর্নীতিমুক্ত সমাজ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ পরিবেশ পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার:-
মোঃ মোবারক হোসাইন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিমের আয়োজনে , মোহাম্মদপুর থানা বেড়িবাদ সংলগ্ন- গ্রিনভিউ আবাসিক এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি ” ঢাকা ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী , নন্দিত জননেতা মোঃ মোবারক হোসাইন বলেন , দুর্নীতি সমাজের অগ্রগতির প্রধান অন্তরায় এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য এটি নির্মূল করা অত্যাবশ্যক। মানবিক সমাজ গঠনের মাধ্যমে মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্বল শ্রেণির পাশে দাঁড়ানোই প্রকৃত উন্নয়নের পথ। তিনি জনগণকে আশ্বস্ত করেন, মানবিক মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বদা কাজ করে যাবেন।
মোহাম্মদপুর থানা পশ্চিমের সম্মানিত আমীর মোঃ মাসুদুজ্জামান এর সভাপতিত্বে ও মজলিসে সুরা সদস্য এডভোকেট তৈবুর রহমানের সঞ্চালনায়, জননেতা মোঃ মোবারক হোসাইন আরো বলেন
” দুর্নীতিমুক্ত সমাজ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন উপহার পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার”—এ কথা দৃঢ়ভাবে উচ্চারণ রে তিনি বলেন, দুর্নীতি শুধু রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে না, এটি মানুষের ন্যায্য অধিকারও কেড়ে নেয়। তাই ন্যায়ভিত্তিক শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠন সময়ের দাবি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
মতবিনিময় সভায় জননেতা মোঃ মোবারক হোসাইন বলেন, “আমরা চাই জনকল্যাণমূলক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও শোষণমুক্ত রাষ্ট্র।” তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, “আপনারা কি আমার কথার সাথে একমত?” মুহূর্তেই সমবেত জনতা বজ্রকণ্ঠে উচ্চারণ করে জানায়, “আমরা ও এমন একটি রাষ্ট্র চাই, আপনার কথার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি।” জনতার এই দৃপ্ত কণ্ঠস্বর প্রমাণ করে—সবার প্রত্যাশা একটাই, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র যেখানে প্রতিটি মানুষ পাবে অধিকার ও মর্যাদা।।
উক্ত আজ বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা আলী আহমেদ মজুমদার, ও মজলিসের সূরা সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ সহ জামায়তের অন্যান্য নেতৃবৃন্দ