দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জন আকাঙ্ক্ষার নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে- মোহাম্মদপুরে নির্বাচনী জনসভায় মোঃ মোবারক হোসাইন
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন ও জন আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন—এ দুটি দাবিই আজ জাতির অন্তরনিহীত চাওয়া থেকে উঠে এসে এক মহাগণদাবিতে পরিণত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে , ঢাকা ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।
গণমানুষের প্রিয় নেতা জননেতা মোঃ মোবারক হোসাইন বলেন, হৃদয়ের ব্যথা, অবহেলা ও দীর্ঘদিনের অনিয়মের বিরুদ্ধে প্রতিটি মানুষের ক্ষোভ আজ – রাস্তায়, জনসভায়, ঘরে–ঘরে, সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে—আমরা পরিবর্তন চাই, আমরা ন্যায় ইনসাফ ও একটি মানবিক সমাজ চাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিম, নবীনগর ওয়ার্ড এর আয়োজনে নির্বাচনী জনসভার প্রধান অতিথি জননেতা মোঃ মোবারক হোসাইন আরো বলেন,
সৎ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা আজ শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটি আজকের প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার। দুর্নীতির অন্ধকারে ক্লান্ত মানুষ এখন একটি এমন নির্বাচন চায়, যেখানে ভোট হবে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ। তারা বিশ্বাস করে—একটি সৎ নির্বাচনই পারে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দিতে।
জনাব মোঃ মোবারক আরো বলেন, জনতার এই তীব্র আকাঙ্ক্ষাই আজ জাতির নতুন জাগরণের আলো, যা দেশকে বদলে দেওয়ার সংকল্প নিয়ে এগিয়ে চলছে।
মহানগরী মজলিশে সুরা সদস্য ও থানা আমির মোঃ মাসুদুজ্জামান এর সভাপতিত্বে ও নবীনগর ওয়ার্ড সভাপতি মোঃ জাকারিয়া মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় – সভাপতির বক্তব্যে, মোঃ মাসুদুজ্জামান বলেন আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই , আমরা একটি মানবিক রাষ্ট্র চাই , তাই একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক- ডাঃ মোঃ শফিউর রহমান, এডভোকেট আজহার মুন্সী, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলি আহমেদ মজুমদার, কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।