1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

দুর্নীতিমুক্ত মানবিক সমাজ উপহার দেয়ার জন্য- সৎ ও যোগ্য নেতৃত্বের অধিকারী মানুষ প্রয়োজন :- ঢাকাস্থ বোরহান উদ্দিন ও দৌলতখান বাসী মতবিনিময় সভায় মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম।

নিজশ্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

দুর্নীতিমুক্ত মানবিক সমাজ উপহার দেয়ার জন্য- সৎ ও যোগ্য নেতৃত্বের অধিকারী মানুষ প্রয়োজন: ঢাকাস্থ বোরহান উদ্দিন ও দৌলতখান বাসী মতবিনিময় সভায় মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম।

দুর্নীতিমুক্ত মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন কোনো এক দিনের ধারণা নয়— এটি জাতির বহু দিনের আশা, বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাস আর ন্যায়বিচারপ্রার্থীর হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা। প্রধান অতিথির বক্তব্যে ভোলা -২ আসনের জামাত মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম।

প্রধান অতিথি বলেন, এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে প্রথমেই দরকার সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের উত্থান। কারণ নেতৃত্বই সেই শক্তি, যা ভাঙন থামায়, অন্ধকার সরায় এবং একটি জাতিকে সঠিক দিকনির্দেশনা দেয়।

সদস্য সচিব, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ আজাদের সভাপতিতে ও সঞ্চালনায় , বোরহানউদ্দিন ও দৌলতখান ফোরাম কর্তৃক আয়োজিত, রাজধানীর মোহাম্মদপুর গার্ডেন শিপ কনভেনশন হলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
একজন সৎ নেতা শুধু দায়িত্ব পালন করেন না; তিনি জনগণের কষ্টকে নিজের কষ্ট মনে করেন, তাদের প্রাপ্য অধিকারকে নিজের অঙ্গীকার হিসেবে রক্ষা করেন। যোগ্য নেতৃত্ব মানেই স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়— যা দুর্নীতিকে শেকড় থেকে উপড়ে ফেলার একমাত্র পথ।

তিনি আরো বলেন, আজ জাতি এমন মানুষদের প্রতীক্ষায়, যারা ক্ষমতাকে অস্ত্র নয়, সেবার সুযোগ হিসেবে দেখবে; যারা নিজেদের স্বার্থ নয়, দেশের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেবে। এই সৎ ও যোগ্য মানুষরাই পারেন দুর্নীতি মুক্ত, মানবিক মূল্যবোধে ভরপুর একটি সমাজ জাতিকে উপহার দিতে।

বোরহানউদ্দিন ও দৌলতখান ফ্রম কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মাকসুদুর রহমান থানা আমির ( বোরহান উদ্দিন উপজেলা) মোহাম্মদ হাসান তারিখ (দৌলতখান উপজেলা), মোহাম্মদ শহীদুল্লাহ, সহ-সভাপতি ( বোরহানউদ্দিন ও দৌলতখান ফোরাম) , শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ থানার সভাপতি -অহিদুর রহমান সহ -ঢাকাস্থ বোরহান উদ্দিন ও দৌলতখান এলাকাবাসী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন রুবেল, সভাপতি- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যের ইতি টানতে গিয়ে সর্বশেষে তিনি আরো বলেন, এমন নেতৃত্বের হাত ধরেই একদিন প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে প্রত্যেকে পাবে মর্যাদা, নিরাপত্তা ও আশা ভরসার একটি আগামীকাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD