ঢাকা মোহাম্মদপুর পশ্চিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর “আমীর“ জনাব মো: মাসুদুজ্জামান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর, মোহাম্মদপুর থানা পশ্চিম এর “আমীর“ নির্বাচিত হয়েছেন, মো: মাসুদুজ্জামান । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক সদস্যের গোপন ভোটের মাধ্যেমে আমীর নির্বাচিত হয়েছেন আগামী দুই বছরের জন্য। আমরা রাহবার পরিবার জনাব মো: মাসুদুজ্জামান এর প্রতি ফুলেল শূভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাহার সার্ভিক মঙ্গল কামনা ও নেক হায়াত কামনা করছি।