1. banglahost.net@gmail.com : rahad :
  2. dainikrahbar@gmail.com : jahangir :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১২:০১ অপরাহ্ন
আসসালামু আলাইকুম
রাহবার পরিবারে আপনাকে স্বাগতম

ডা: মেছবাহ উদ্দিন তাঁর আন্তর্জাতিকভাবে প্রকাশিত বই ‘Ultimate Guide to Deco‘ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ডা: মেছবাহ উদ্দিন তাঁর আন্তর্জাতিকভাবে প্রকাশিত বই ‘Ultimate Guide to Deco‘ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

ঢাকা, ১১ অক্টোবর ২০২৪ — বিশিষ্ট ওয়েলনেস কোচ, মাইন্ড মেন্টর, কর্পোরেট ওয়েলনেস এক্সপার্ট ও পাবলিক স্পিকার, ডা: মেছবাহ উদ্দিন তাঁর আন্তর্জাতিকভাবে প্রকাশিত বই ‘UNLEASH THE POWER OF HEALING : Ultimate Guide to Decode Your Mind and Accelerate Inner Healing Towards Wellness’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এর আয়োজন করেন রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। বইটি মনকে বুঝে সুস্থতা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হতে পারে বলে মনে করেন লেখক।
বইটি মূলত মন ও দেহের সুস্থতার জন্য গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে দীর্ঘ মেয়াদি মানসিক চাপ কিংবা অসুস্থ লাইফ স্টাইল প্যাটার্ন কে হিল করে মানসিক শক্তি বৃদ্ধি, সুস্থতা, প্রকৃত সুখের আলিঙ্গন এমনকি ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বাস্থ্য শিক্ষাবিদ ও পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুজাহেরুল হক, বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব নূরুল আমিন, লাইফ স্প্রিং এর প্রতিষ্ঠাতা ও সাইকিয়াট্রিস্ট
ডা: সাইদুল আশরাফ কুশল, সাইকিয়াট্রিস্ট ডা: সাইদুল ইসলাম সাইদ এবং এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট মো: তৈয়ব আলী খান , সাংবাদিক বোরহান ফয়সাল, সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান, সহ বিভিন্ন পেশার স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডা. মেছবাহ উদ্দিনের এর ওয়েলনেস কোচিং এবং ওয়েলনেস সচেতনতা তৈরিতে তাঁর
ভুমিকার গভীর প্রশংসা করেন এবং এই বইটি সুস্থ ও সুখী জীবনযাপনের প্রতি সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন। তাই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে বইটি পৌচানো জরুরি বলে মনে করেন বক্তারা।

ডা: মেছবাহ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, মানসিক অবস্থা কে উপেক্ষা করে পরিপূর্ণ সুস্থতা কখনো সম্ভব নয়। সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি, সুখ ও সমৃদ্ধি অর্জনে মেন্টাল ফিটনেস এবং হোলিস্টিক ওয়েলনেস লাইফস্টাইল অনুশীলন এর বিকল্প নেই
। তিনি আরও উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে পৃথিবীর প্রত্তেকটি দেশে মৃত্যুর হারের প্রধান কারণ হতে যাচ্ছে লাইফস্টাইল জনিত তথা অসংক্রামক রোগ। তাছাড়া মানসিক অসুস্থতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আর
সে জন্যে প্রয়োজনীয় সচেতনতা ও দক্ষতা অর্জনের পাশাপাশি আমাদের মানসিক অবস্থা, খাদ্যাভাস, ও জীবনাচরণের প্রতি যত্নবান হওয়া সময়ের দাবি বলে তিনি মনে করেন। ফলে বইটি পাঠক এর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদী

শুধুমাত্র রোগের লক্ষ্মণ নয় বরং রোগ প্রতিরোধে করনীয় কিংবা অসুস্থতার মূল কারনকে হিল করার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য উপস্থিত শ্রোতাদের অনুপ্রাণিত করেন।
হ্যাপি ভেঞ্চার এর তত্ত্বাবধানে অনুষ্ঠান ভালভাবে সম্পন্ন হয়।

বইটি এখন দেশের বিদেশের প্রধান প্রধান বইয়ের দোকানে এবং অ্যামাজন, ঝকমারি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

তথ্য যোগাযোগ:
ডা: মেছবাহ উদ্দিন

ইমেইল: askdrmasbah@gmail.com
মোবাইল : +01732670636
ওয়েবসাইট: www.drmasbahuddin.com

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD