এম এ কাইয়ুম, জেলা প্রতিনিধি: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলা শাখার উদ্যেগে আয়োজিত জেলার মাসিক সভা ২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমঈয়তে এর সভাপতি প্রিন্সিপাল সফিকুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব সফিকুর রহমান, পারুয়ারা, সহ সভাপতি দ্বয় হাফেজ আবদুর রহমান – মাওলানা মাহবুবুর রহমান – সাধারণ সম্পাদক – অলিউর রহমান চৌধুরী, কেশিয়ার আলহাজ্ব সফিউল্লাহ নাজির – সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব আবদুর রব মেম্বার – সহ সেক্রেটারি দ্বয় – কাজী আবু হানিফ – মাওলানা কামাল উদ্দিন – প্রচার সম্পাদক আবুল হোসেন – দাওয়া ও তাবলীগ সম্পাদক – তাজুল ইসলাম, মোবাল্লেগ হাফেজ অহিদুর রহমান – অফিস সম্পাদক সুলতান আহমদ – রামপুর, জেলা সদস্য – গাজী মোসলেম উদ্দিন পুলিশ নজরুল ইসলাম – নবীয়াবাদ, জয়নাল মাস্টার – মোঃ সারোয়ার – , মোহাম্মদ সফিউল্লাহ কাকিয়ারচর, দেলোয়ার হোসেন – মাওলানা লোকমান হোসেন – নুরুল ইসলাম, ক্বারী মাওলানা মেহেদী হাসান, শুব্বানের সভাপতি জনাব আতিক চৌধুরী, সেক্রেটারী হাফেজ সবুর খান সহ মজলিসের ক্বারার সদস্য বৃন্দ ও শাখা কমিটি এবং এলাকার দায়িত্ব শীল গন উপস্থিত ছিলেন