গাজীপুরের হাবিবপুরে ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশন এবং জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আজ ১২ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের হাবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা এবং ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দরিদ্র, অসহায়, দুস্থ অসুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার, আরও উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়নের আমির মো আনিসুর রহমান আনাছ এবং মৌচাক ইউনিয়নের সেক্রেটারি মো শামীম আক্তার। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা নেতৃবৃন্দ এবং ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ৯ টায় শুরু হয়ে একটানা দুপুর সাড়ে বারটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রধান চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডাক্তার মো আলতাফ হোসেন (চৌধুরী ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিঃ)। সহযোগী হিসেবে পল্লী চিকিৎসক মো শামসুদ্দিন শাহীন এবং পল্লী চিকিৎসক মো আব্দুল মালেক কাজ করেন। এতে প্রায় শতাধিক অসহায় দরিদ্র অসুস্থ রোগী সেবা গ্রহণ করেন।
এমন মানবিক সেবা পেয়ে হাবিবপুরের সাধারণ মানুষ অনেক উপকৃত হন এবং তারা কৃতজ্ঞতা স্বীকার করেন। তারা মাঝে মাঝে এমন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য অনুরোধ করেন।