দিন যত যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল বাহিনী। এছাড়া শুক্রবার থেকে গাজার অভ্যন্তরেও স্থল অভিযান চালাচ্ছে দেশটি। এতে করে বাড়ছে গাজায় মৃত্যুর সংখ্যা।
অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে আট হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকই শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের তীব্র হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩ শতাধিক ফিলিস্তিনি। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে বলে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়া গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে আহত মানুষের সংখ্যা ১৯ হাজারের বেশি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সে সময় হামাসের হামলায় নিহত হয় কমপক্ষে ১৪০০ ইসরায়েলি।
নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া আরও ২২৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস।