কুমিল্লা জেলা, বুড়িচং উপজেলার প্রতিনিধি হিসেবে. মোহাম্মদ শওকত উদ্দিন এর যোগদান।
বুড়িটং উপজেলায় দৈনিক রাহবার অনলাইন পিত্রিকার প্রতিনিধি হিসেবে যোগদান করে, রাহবার পরিবারের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ শওকত উদ্দিন। জনাব শওকত উদ্দিন তিনি তাহার উপর অর্পিত দায়িত্ব, যথাযত ভাবে- বিশ্বস্ততার সহিত পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা রাহবার পরিবার তাহার সু-স্বাস্থ্য ও নেক হায়াত. মহান আল্লাহ তা‘আলার দরবারে কামনা করছি। আল্লাহ তা‘আলা তাহার প্রতি রহম করুন। আমিন।