বুড়িচং ষোলনলে শ্রমিক কল্যাণ ফেডারেশনর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত:
কুমিল্লা, বুড়িচং
গত ১৫ জানুয়ারি বিকেলে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনলে শ্রমিক কল্যাণ ফেডারেশনর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ষোলনল ইউনিয়ন সভাপতি সোলেমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা উত্তর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ অহিদুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, বুড়িচং উপজেলা, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান, বুড়িচং উপজেলা পরিষদ।
মাস্টার আবদুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হান্নান, অধ্যক্ষ, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বুড়িচং উপজেলা , সার্জেন্ট হাবিবুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ষোলনল ইউনিয়ন। মোঃ আশিকুর রহমান, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। মাওলানা মোঃ ফেরদৌস, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ষোলনল ইউনিয়ন, মাওলানা মাসুদ মৈশান, অধ্যক্ষ তানযীমূল উম্মাহ মডেল মাদ্রাসা, বুড়িচং প্রমুখ।
মোঃ সোলেমান পাটোয়ারী কে সভাপতি ও মাস্টার আবদুস সালাম কে সাধারণ সম্পাদক ও নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।