ভাল বীজ ভালো ফসল এই শ্লোগান কে সাথে নিয়ে ২৪ এপ্রিল বুধবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা রামপুরে আর্দশ কৃষক সুলতান আহমদ এর মাঠে নাফকো কোম্পানির হাইব্রিড ধানের মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস পালন করা হয়। প্রখর রৌদ্রময় দিবসে নাফকোর হাইব্রিড ধানের ফসল মাঠ পরিদর্শন করে কৃষকদের মাঝে আনন্দ ময় পরিবেশের সৃষ্টি হয়। যাহার ফলে ঝড়বৃষ্টির আগে ফসল ঘরে তুলতে সক্ষম। ধান গাছের মূল কান্ড কাঁচা থাকা অবস্থায় প্রতি টা ছড়া ১৫ – ২০ টা গাছ সম্মিলিত গোছা নিয়ে ২৫০- ৩০০ পাকাপুক্ত ছিটা মুক্ত ফসলে বাম্পার ফলন।যাহাতে নাফকো হাইব্রিড-৩।
চাষাবাদে যে যে পণ্য ব্যবহার করা হয়েছে
আগাছানাশক:- জিরো জিরো
গোছা হওয়ার জন্য :- ম্যানসার,লিটোসেন, মাইক্রোথিয়ল
পোকার জন্য:- বেল্ট এক্সপার্ট
ছত্রাকনাশক:- ট্যাংগো
নাফকো গ্রুপের পক্ষ থেকে বোরো ধানে নাফকো হাইব্রিড-৩ এর মাঠ দিবস,বাম্পার ফলন💪 কৃষকের মুখে হাসি❤
বীজতলা চারার বয়স -২৯ দিন
বীজতলায় আগাছানাশক দেওয়া হয়েছে – কৃষ ৪০এসসি
মূল জমিতে চারা রোপন করার পর, আগাছানাশক দেওয়া হয়েছে-জিরো জিরো
মাটির উপদান ও গোছা করার জন্য দেওয়া হয়েছে
১/ম্যানসার
২লিটোসেন
৩/মাইক্রোথিয়ল
৪/নাফকো জিপসাম
৫/নাফকো বোরন
পোকার জন্য:-বেল্ট এক্সপার্ট
ছত্রাক নাশক দেওয়া হয়েছে:- ট্যাংগো ৩২ এসই।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফকো কোম্পানির এরিয়া সেইল স এন্ড মার্কেটিং ম্যানেজার প্রবাদ কুমার সাহা।
ডিপো কুমিল্লার ডেপলামেন্ট অফিসার আবু বকর সাহেবের সুন্দর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংস্থা কর্মী এম এ কাইয়ুম, কৃষক শহীদুল ইসলাম, শাহ আলম, মোসলেম, রুহুল আমিন,ফরহাদ,ইরান আরও মহিলা কৃষাণী সহ আগ্রহী কৃষক গন।