বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলা শহরের সাদ্দাম মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ফজলুল হক (৬০), আব্দুল করিম (৭০), মিনহাজ (৪৫), আমিনুল ইসলাম (৪৫), এনামুল হক (২৩), আমিনুর রহমান (২১), আরিফুল ইসলাম (২১) ও সাব্বির রহমান (১৯)।
এ বিষয়ে জানতে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আটকদের নামে মামলা হয়েছে। তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।