একটি সুন্দর সমাজ বিনির্মাণে শাসক নয় সেবক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ- মোহাম্মদপুর থানা উত্তর পথসভায় :- মোঃ মোবারক হোসাইন।
সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন শুধু কথায় নয়—এটি বাস্তবায়িত হয় তখনই, যখন নেতৃত্ব শাসকের আসন থেকে নেমে সেবকের ভূমিকায় নিজেকে সম্পৃক্ত করে। মোহাম্মদপুর থানা উত্তর আয়োজিত, বায়তুসসালা জামে মসজিদ সালাতুল জুমা নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের নিয়ে বিশাল মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন।
জননেতা মোঃ মোবারক হোসেন বলেন, শাসক নয়, সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ”—এই প্রতিশ্রুতি যেন নতুন আশার প্রদীপ জ্বালায় সাধারণ মানুষের হৃদয়ে। কারণ প্রকৃত নেতৃত্বের মূলমন্ত্র হলো মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট ভাগ করে নেওয়া এবং অধিকার নিশ্চিত করা।
মহানগরী মজলিসের সুরার সদস্য ও থানা আমির মোঃ আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে মিছিলটি বায়তুসসালা জামে মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রতিক্ষণ করেন। এ সময়ে স্থানীয় জনতা দুপাশে দাঁড়িয়ে , নন্দিতা জননেতা মোঃ মোবারক হোসাইনকে “দুহাত তুলে” ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জনাব মোঃ মোবারক হোসাইন উপস্থিত রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় মুসল্লি ও জনতার প্রতি আকৃষ্ট হয়ে, উপস্থিত জনতার সালাম গ্রহণ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে জননেতা মোঃ মোবারক হোসাইন আরো বলেন,
যে নেতৃত্ব মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, দুর্বলকে শক্তির হাত বাড়িয়ে দেয়, অসহায়ের মুখে হাসি ফোটায়—তারাই সমাজের প্রকৃত নির্মাতা। এমন সেবামূলক অঙ্গীকারই তৈরি করতে পারে ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিময় এক সুন্দর সমাজ। যেখানে ক্ষমতা হবে দায়িত্বের প্রতীক, এবং নেতৃত্ব হবে জনসেবার মহান ইবাদত। এই অঙ্গীকারই আমাদের ভবিষ্যৎকে আরো আলোকিত করবে, ইনশাআল্লাহ।সর্বশেষ তিনি স্থানীয় এলাকাবাসীদের সার্বিক মঙ্গল কামনা করে পথসভা শেষ করেন