বুড়িচং এলাকা কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ১২ নভেম্বর জগৎ পুর জামিয়া সালাফিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পরামর্শ সভায় এলাকা সভাপতি জনাব আবদুল জলিল সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমঈয়তে এর সভাপতি প্রিন্সিপাল সফিকুর রহমান সরকার ।৷ ৷৷ ৷৷৷৷
আবদুল কাইয়ুম জেলা সাংগঠনিক সম্পাদক এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব আবু ইউসুফ মেম্বার, জেলা সেক্রেটারি শাইখ অলিউর রহমান চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক আলহাজ আবদুর রব মেম্বার, জেলা মোবাল্লেগ হাফেজ অহিদুর রহমান, অফিস সম্পাদক সুলতান আহমদ, দাওয়া ও তাবলীগ সম্পাদক হাজী তাজুল ইসলাম, ছোব্বানের জেলা সভাপতি আতিক চৌধুরী, এলাকা কমিটি সেক্রেটারী গাজী মোসলেম উদ্দিন, আবুল কালাম টেইলার- জগতপুর, সুবহা গাজী মসজিদের সভাপতি আলী আক্কাস, কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মোর্তজা আলী ভূইয়া, আরাগ আনন্দ পুর সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা আলমগীর হোসেন আলম মাস্টার, সালাফিয়া মাদ্রাসা এর প্রধান শাইখ খালেদ মাহমুদ, ছোব্বানের বুড়িচং এর সাধারণ সম্পাদক ডা মাসুদ, সাংগঠনিক সম্পাদক ডেন্টিন্স জাকারিয়া চৌধুরী, বুড়িচং এর মোহাম্মদ মহসিন ইকরাম,মোস্তফা ও সুমন প্রমূখ