“আমরা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ চাই” মোহাম্মদপুরে বিশাল পথসভায়:-মোঃ মোবারক হোসাইন ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন শনিবার মোহাম্মদপুর থানা পশ্চিম শাখার আয়োজনে বেরিবাঁধ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন। হাজারো জনতার উপস্থিতিতে তিনি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং নাগরিক অধিকার সংরক্ষিত ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জনাব মোঃ মোবারক হোসাইন বলেন, “আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চাই। আমরা চাই এমন একটি রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক নির্বিঘ্নে তার অধিকার ভোগ করতে পারবে।” তিনি জোর দিয়ে বলেন, “সেই কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কেবল ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।”
বিশাল পথসভায় জনাব মোবারক হোসাইন এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের চিত্রও তুলে ধরেন। বিশেষ করে মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকার যানজট সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ যানজটে আটকা পড়ে থাকে। আমাদের অঙ্গীকার, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের ভোগান্তি নিরসন করা।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হব।”
জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমির মোঃ মাসুদুজ্জামান ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল। তারা প্রত্যেকেই বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের সমর্থন কামনা করেন এবং ভবিষ্যতে মোবারক হোসাইনের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।